
আসসালামু-আলাইকুম
আমি মোঃ হিমেল মুন্সী
বর্তমানে মানুষ ইন্টারনেটে সময় বেশি কাটাতে পছন্দ করে, বই পড়ার প্রতি অনেকেরই অনিহা। তাই আমি চিন্তা করলাম আল্লাহের দেওয়া পরিপূর্ণ জীবন বিধান, আল-কোরআনের আলো যদি তাদের নিকট পৌঁছে দিতে পারি তাহলে কিছুটা হলেও নিজের অন্তরে প্রশান্তি পাবে।
তাছাড়া এটা এমন একটা মাদ্ধম, যে মাদ্ধমে সারা বিশ্বের কাছে ইসলামের দাউয়াত পৌঁছানো যাবে ঘরে বসেই। আমার স্বপ্ন কোরআন হাদিসে যা কিছু রয়েছে মানুষের কল্যাণের জন্য তার সব কিছুই পর্যায় ক্রমে তুলে ধরবো আপনাদের সামনে।
আপনাদের নিকট দোয়ার দরখাস্ত রইল। দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি এবং ইসলাম প্রচারে কিছুটা হলেও ভুমিকা রাখতে পারি।
আমার বিশ্বাস আপনারা আলোর সন্ধানের পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন।